ডিএমপি নিউজ: ভারতের মুম্বাইয়ে বহুতল ভবন ভেঙে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে মুম্বাইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় তিন তলা ওই ভবনটি ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি টিম। দমকল বাহিনী ও পুলিশও যুক্ত হয় উদ্ধার তৎপরতায়।
এ পর্যন্ত অন্তত ১০ জনকে ভেঙে পড়া বাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ২০-২৫ জন ভেতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) জানিয়েছে, তারা ১১ ব্যক্তিকে উদ্ধার করেছে। এই ১১ জনের মধ্যে একটি শিশু রয়েছে।
ভবনধসের পর স্থানীয় লোকজন অন্তত ২০ জনকে উদ্ধার করেছে বলে জানা গেছে। পরবর্তীতে উদ্ধার তৎপরতায় যুক্ত হয় এনডিআরএফ, ফায়ার সার্ভিস ও পুলিশ। তারা এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।