বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের ফল। ৫৪২ জন সাংসদের কেউ নতুন, কেউ আবার পুরনো। আর এই সাংসদদের মধ্যে অনেককে নিয়েই জোর চর্চা চলছে বিভিন্ন মহলে।
সেই তালিকাতেই নাম রয়েছে নবনীত রবি রানার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সাংসদের একাধিক ছবি। নেটিজেনদের মতে, তিনিই এবারের লোকসভার সবচেয়ে সুন্দরী সাংসদ।
নবনীত জিতেছেন মহারাষ্ট্রের অমরাবতী লোকসভা আসন থেকে। তবে তিনি কোনও দলের সাংসদ নন। নির্দল হিসেবেই তিনি লড়াই করেছিলেন তিনি। নবনীত হারিয়েছেন শিবসেনার প্রার্থীকে। জিতেছেন ৩৭ হাজার ভোটের ব্যবধানে।
নবনীত একজন অভিনেত্রী। মূলত তেলেগু, পাঞ্জাবী ও কানাড়া সিনেমাতেই তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। এবার তিনি ভোট পেয়েছেন ৫ লক্ষ ১০ হাজার ৯৪৭ টি ভোট।
তাঁর বিপক্ষে ভোটে লড়া শিবসেনার প্রার্থী পেয়েছেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯৯৬ ভোট।
২০১৪ সালেও নবনীত নির্বাচনে লড়াই করেছিলেন। তবে সেবার তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু তখন তিনি ভোটে জিততে পারেননি। হয়েছিলেন দ্বিতীয়।