বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রবিবার স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ফাইনালে ভারতের সমর্থন চেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এই নিউজিল্যান্ডের কাছে হেরেই গত বুধবার ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে কোহলিদের। নিউজিল্যান্ড হতাশায় ডুবিয়েছে শতকোটি ভারতীয়কেও।
এ বিষয়ে প্রশ্ন করলে কেন উইলিয়ামস বলেন, আশা করি তারা আমাদের ওপর খুব বেশি ক্ষুব্ধ হবেন না।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন কেন উইলিয়ামসন। চ্যাম্পিয়নও হয়েছেন দলটির অধিনায়ক হিসেবে।
কেন উইলিয়ামস বলেন, অবশ্যই ক্রিকেটের প্রতি ভারতের আবেগ অতুলনীয় এবং ভারতের মতো একটি দল পেয়ে এবং এ খেলাটা খেলতে পেরে আমরা নিজেকে ভাগ্যবান মনে করছি। কিন্তু আমরা ভারতের এই শত কোটি সমর্থকদের নিজেদের দলে নিয়ে নিতে চাই এবং এতে করে তারা আমাদেরও সমর্থন করবে।