এবার ভারতের হাতে এল বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ক্রুজ মিসাইল ব্রাক্ষ্মস। ৪০০ কিলোমিটার পাল্লার এই মিসাইল সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে পরীক্ষামূলকভাবে উত্ক্ষেপণ করা হল ওড়িশার চণ্ডীপুর থেকে। রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই মিসাইল।
শব্দের গতিবেগের থেকে প্রায় তিনগুণ গতিতে লক্ষে আঘাত হানতে সক্ষম এই ব্রক্ষ্মস। গত কয়েক বছর ধরে এই মিসাইলের উপর কাজ করছিল ডিআরডিও ও টিম ব্রাক্ষ্মস। মূলত ভারতের ব্রক্ষ্মপুত্র ও রাশিয়ার মসকোভা নদীর নামে এই ব্রাক্ষ্মসের নামকরণ করা হয়েছে।
প্রথমে ঠিক ছিল এই মিসাইল ২৯০ কিলোমিটার পাল্লার হবে। পরে আন্তর্জাতিক নিয়ম শিথিল হওয়ায় তা বাড়িয়ে করা হয় ৪০০ কিলোমিটার পাল্লার। ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী ও নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে এই অত্যাধুনিক মিসাইল।