ডিএমপি নিউজঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে অংশ নিচ্ছেন।
বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত এবং মাইক্রোনেশিয়ার পুলিশ প্রধান ও প্রতিনিধিগণের সাথে দ্বি-পক্ষীয় সভায় মিলিত হয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৮ অক্টোবর নয়াদিল্লিতে চার দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে ইন্টারপোলের প্রেসিডেন্টসহ সংস্থাটির সদস্যভুক্ত ১৯৫টি দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।
আইজিপি সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।