ভারতের কোচিতে সকালে জাহাজ মেরামতির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি জাহাজ সারাইয়ের কাজ চলছিল। সেই সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো ওই কারখানার ভিতরে ২ জন আটকে থাকার খবর জানাচ্ছে পুলিশ। দমকল কর্মীরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান। তবে প্রবল ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।