ভারতের উত্তর প্রদেশে নৌকাডুবিতে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। পুলিশ শনিবার জানায়, উত্তর প্রদেশের বাহতায় সারিউ নদীতে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ডুবুরিরা সকলের লাশ উদ্ধার করেছে। লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।