ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১০ জন। শনিবার (২৩ নভেম্বর) ভোরে রাজ্যের নগৌড় শহরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হতাহতরা বাসে করে হরিয়ানার হিশার থেকে মহারাষ্ট্রের লাটুর যাচ্ছিলেন। হঠাৎ করে একটি ষাঁড় মহাসড়কের মধ্যে আসলে চালক দ্রুত ব্রেক করে। তখন বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ছয় নারীসহ ১২ জন নিহত হয়।
গুরুতর অবস্থায় চার জনকে জয়পুর হাসপাতাল ও বাকি ছয় জনকে নাগপুর জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।