ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো প্রায় শতাধিক মানুষ। বিদ্যুৎকেন্দ্রটিতে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদিত হয়।
দুর্ঘটনার পর পরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যান। দ্রুত আগুন নিয়ন্ত্রণেরও চেষ্টা করা হয়।
প্রাথমিকভাবেব ৮০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরো বেশ ক’জন আহত ব্যক্তিকে হাসপাতালে নিতে হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভারতের উত্তর প্রদেশের এ বিদ্যুৎকেন্দ্রের মালিক ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি)। একটি বয়লারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।