ভারতের বিহারে মোতিহারির বেলাওয়ে গ্রামের কাছে ২৮ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে ২৭ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাসে এ আগুন লাগার ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। জীবিত চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী ওই বাসটি বিহারের মুজাফফরপুর থেকে নয়াদিল্লির অভিমুখে যাচ্ছিল। বাসটির চালক একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ উদ্ধারকাজ শুরু করার আগেই বাসটিতে আগুন ধরে যায়।
মুজাফফরপুরের আঞ্চলিক পুলিশের মহাপরিদর্শক (আইজি) সুনীল কুমার জানান, পোড়া বাসটি থেকে ছাই সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিহত যাত্রীদের পরিবারকে চার লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিহারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী দীনেশচন্দ্র যাদব বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহতদের চিকিৎসার জন্য মোতিহারি ও মুজাফফরপুরের হাসপাতালগুলোকে তৈরি থাকতে বলা হয়েছে।