বিশ্বজুরে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল৷ বিরাট কোহলিদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে প্রোটিয়ারা৷ তবে করোনা আতঙ্কে ভারত সফর চলাকালীন কোনও হ্যান্ডসেক করবেন না দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা৷
সোমবারই ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০৷ আর এদিন প্রোটিয়াদের কোচ তথা প্রাক্তন দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ব্যাটসম্যান মার্ক বাউচার পরিষ্কার জানিয়ে দেন, ভারত সফরে তাঁর দলের ক্রিকেটাররা হ্যান্ডসেক করা থেকে বিরত থাকবেন৷
অথচ বাইশ গজে লড়াইয়ের আগে ম্যাচে টস শুরুর আগে দুই অধিনায়কের হ্যান্ডসেক এবং ম্যাচের পর দুই দলের ক্রিকেটারদের মধ্যে হ্যান্ডসেক করার রীতি রয়েছে৷ কিন্তু করোনা ভাইরাস আতঙ্কের কারণে হ্যান্ডসেক না-করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত সফররত প্রোটিয়া ক্রিকেটাররা৷