ডিএমপি নিউজ : অষ্ট্রেলিয়া আগামী ১৫ মে পর্যন্ত ভারত থেকে সরাসরি যাত্রীবাহী বিমান আসা বন্ধ ঘোষণা করেছে। ভারতে করোনার সংক্রমণ তীব্র রূপ নেয়ায় এ উদ্যোগ নিল অষ্ট্রেলিয়া।
দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, স্পষ্টত ঝুঁকির কারণে অন্তত ১৫ মে পর্যন্ত ভারতের সাথে বিমান যোগাযোগ বন্ধ থাকবে। তারপর পরিস্থিতি খতিয়ে দেখে আমরা সিদ্ধান্ত নেব।’
প্রসঙ্গত, মঙ্গলবার পর্যন্ত টানা ৬ দিন ভারতে নতুন করোনা ভাইরাস কেসের সংখ্যা তিন লক্ষ অতিক্রম করে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২,৭৭১ জনের। গত সপ্তাহে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে ঘোষণা করে জানানো হয়েছিল যে ভারত ও অন্যান্য রেড-জোন দেশগুলি থেকে তাদের নাগরিকদের ফিরে আসার ওপর কাটছঁট করা হবে যাতে মারাত্মক কোভিড স্ট্রেইনের ঝুঁকি ছড়িয়ে পড়তে না পারে।