ডিএমপি নিউজ : বিশ বছর পর আবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল মঞ্চে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। আমেদাবাদ কি হবে বদলাপুর? সেই উত্তেজনাতেই ফুটছে ক্রিকেট বিশ্ব। সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে ফ্যানদের ভিড়। বিশ্বকাপের মহারণ ঘিরে তুঙ্গে উদ্দীপনা। তুমুল উত্তেজনা। বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রয়েছে লেজার শো, এয়ার ফোর্সের বিশেষ আয়োজন। সম্মান প্রদান করা হবে বিশ্বকাপজয়ী অধিনায়কদের।
২০ বছর আগে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া সৌরভের টিম ইন্ডিয়াকে হারিয়ে ট্রফি জিতলে হৃদয় ভেঙেছিল দেশবাসীর। এবার ২০ বছর বাদে আমেদাবদে অসি হলুদ জার্সির মুখোমুখি মেন ইন ব্লু-রা। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আর সেখানেই কি জ্বলে উঠবে প্রতিশোধের আগুন? অস্ট্রেলিয়া দল এর আগে বিশ্বকাপ জিতেছে ৫ বার। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালে। আর ভারত বিশ্বকাপ জিতেছে ২ বার। ১৯৮৩ ও ২০১১-তে। এখন এবার বিশ্বকাপ কে জিতবে? কার হাতে উঠবে ফাইনালের ট্রফি?
ফাইনালে কী কী আয়োজন থাকবে?
ফাইনাল ম্যাচের অন্তত দুই ঘণ্টা আগে থেকেই শুরু হবে আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় দুপুর ১২:৩০ মিনিটে আহমেদাবাদ স্টেডিয়ামের ওপর দিয়ে উড়ে যাবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের ৯টি যুদ্ধবিমান, যারা দেখাবে অ্যাক্রোব্যাটিক এয়ার শো।
সুরিয়াকিরান নামে একটি দল নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের ওপর এই শো উপস্থাপন করবে। ম্যাচের মাঝে থাকবে অধিনায়কদের প্যারেড। ১৯৭৫ সাল থেকে সব ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়কদের দাওয়াত দেয়া হয়েছে আহমেদাবাদের ফাইনালে। ক্লাইভ লয়েড থেকে ইয়ন মরগানরা আসবেন এই আয়োজনে। তবে ১৯৯২ বিশ্বকাপ জয়ী ইমরান খান আটক অবস্থায় থাকায় তাকে ছাড়াই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
দুই ইনিংসের মাঝের বিরতিতে থাকছে জনপ্রিয় সঙ্গীত সম্পাদক প্রীতমের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান। একই সাথে নাচবেন প্রায় ৫০০জন নৃত্যশিল্পীরা। ম্যাচের ফল চলে আসার সাথে সাথেই শুরু হবে বিশেষ লেজার শো এবং ড্রোন শো। চ্যাম্পিয়ন দলকে অভিবাদন জানাতেই হবে এই পুরো আয়োজন।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, এই গোটা উৎসবের অন্যতম মুখ হতে যাচ্ছেন ব্রিটিশ-আলবেনিয়ান সঙ্গীতশিল্পী দুয়া লিপা। তবে পরে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আসলে বিশ্বকাপের আসরে অংশ নিচ্ছেন না দুয়া লিপা। জি-২৪ ঘন্টা