লক্ষ্য শক্তি প্রদর্শন ও ভারত মহাসাগরে প্রভাব বিস্তার। সেই লক্ষ্যে ভারত মহাসাগর ও তার আশেপাশের অঞ্চলের সমুদ্রে টহল দিচ্ছে ৭টি বিশালাকায় চীনা যুদ্ধজাহাজ। ভারতীয় নৌসেনার গুপ্তচর বিমানের ক্যামেরায় ধরা পড়েছে ভারত মহাসাগরে টহলরত জাহাজ গুলির ছবি।
গুপ্তচর বিমানে থেকে তোলা চীনা যুদ্ধজাহাজের ছবি প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই। সেখানে দেখা যাচ্ছে যুদ্ধবিমান বহনকারী Xian-32 যুদ্ধজাহাজ দক্ষিণ ভারত মহাসাগরে টহল দিচ্ছে। এর পর শ্রীলঙ্কার সমুদ্রের জলে প্রবেশ করে ওই জাহাজটি।
P-8I অ্যান্টি-সাবমেরিন ও সার্ভেলেন্স বিমানের ক্যামরায় ধরা পড়েছে চীনা নৌসেনার মোট সাতটি যুদ্ধবিমানের ছবি। প্রতিটি চীনা যুদ্ধজাহাজের গতিবিধির উপর কড়া নজরদাড়ি চালাচ্ছে ভারতীয় নৌসেনা।
কী কারণে ভারত মহাসাগরে টহল দিচ্ছে চীনা নৌসেনার যুদ্ধজাহাজ? বিশেষজ্ঞদের মতে ভারত মহাসাগরের এই অংশ দিয়েই চীনের বিপুল পরিমাণ বাণিজ্যিক পরিবহণ হয়। তাই এই অংশের সমুদ্রে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে চীন। ২০০৮ সাল থেকেই এই অংশে বেআইনি আমদানি-রপ্তানি বন্ধের উদ্দেশ্যে নজরদারি শুরু করে চীন।