ডিএমপি নিউজঃ রাজধানীর ভাষানটেক থানা এলাকার রাঙাপরী জুয়েলার্স নামে একটি প্রতিষ্ঠানের দুটি দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় ছবিতে প্রদর্শিত ব্যক্তিদের খুঁজছে ভাষানটেক থানা পুলিশ।
ভাষানটেক থানা সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি রাত ১০:০০ থেকে ৫ ফেব্রুয়ারি সকাল ০৮:৪০ টার মধ্যে রাজধানীর কচুক্ষেতে রজনীগন্ধ্যা টাওয়ারের নিচতলায় রাঙাপরী জুয়েলার্সের দোকান নং ১০ ও দোকান নং ০৩ দুইটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভাষানটেক থানায় একটি মামলা রুজু হয়।
ভাষানটেক থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, রাঙাপরী জুয়েলার্সে চুরির ঘটনায় সিসিটিভি পর্যালোচনায় দেখা যায় ভোররাত ৪:৩০টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা মনির হোসেন ও আলম হাওলাদার অপর তিনজন ব্যক্তিকে স্বর্ণের দোকানে ঢুকতে ও বের হতে সহায়তা করছেন। নিরাপত্তাকর্মী মনির ও আলম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবিতে প্রদর্শিত ব্যক্তিদের সন্ধান জানা প্রয়োজন। যদি কেউ উক্ত ব্যক্তিদের সন্ধান জেনে থাকেন তাহলে ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (০১৩২০০৪১২৬২) সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।