ভাষাসৈনিক হালিমা খাতুন আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
গত শনিবার হৃদরোগ, কিডনি জটিলতা, রক্তদূষণের মতো বিভিন্ন সমস্যা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক।
হালিমা খাতুন ১৯৩৩ সালের ২৫ অগাস্ট বাগেরহাট জেলার বাদেকাড়াপাড়া গ্রামে জন্ম নেন। তার বাবার নাম আবদুর রহিম শেখ ও মা দৌলতুন নেসা। বাদেকাড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়, মনমোহিনী গার্লস স্কুল, বাগেরহাট প্রফুল্ল চন্দ্র কলেজে পাঠ শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হালিমা খাতুন জড়িয়ে পড়েছিলেন ছাত্র রাজনীতিতে। পরে বাংলা ভাষা আন্দোলনের সংগ্রামেও তিনি জড়িয়ে পড়েন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেন।