অপহরণের ১৭ ঘন্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধারসহ চার অপহরণকারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হল-মোঃ ফাহিম হোসেন(২১), মোঃ রাব্বি(২৩), মোঃ ইমরান হোসেন(২০) ও মোঃ মফিজুর রহমান রিপন(২৩)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ সেপ্টেম্বর ২০১৭ সোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মোঃ ইব্রাহিম হেলাল(১৫) সকাল সাড়ে নয়টায় পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হলে পূর্বে থেকে ওৎপেতে থাকা অপহরণকারী মফিজুর রহমান কৌশলে তাকে সিএনজিতে উঠিয়ে নেয়।
সিএনজিটি নতুন ব্রীজ এলাকায় পৌঁছালে সহযোগী অপহরণকারী ফাহিম ও রাব্বী সিএনজিতে উঠে। এরপর ইব্রাহিমের গলায় চাকু ঠেকিয়ে ইব্রাহিমের ফোন থেকে তার মাকে ফোন দিয়ে ১৫(পনের) লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে এবং মুক্তিপণ না দিলে ইব্রাহীমকে হত্যা করে হবে বলে হুমকি দেয়।
পরবর্তী সময়ে তাকে নিয়ে কর্ণফুলী রিভারভিউ এলাকায় নিয়ে একটি নিরব জায়গায় ইব্রাহিমকে আটক রাখে। বিকাল ০৫.০০ টা পর্যন্ত সেখানেই অবস্থান করে। এরপর তাকে নিয়ে চান্দগাঁও এলাকায় শরফত উল্লাহ পেট্রোল পাম্পের পেছনের নির্জন এলাকায় জিম্মি করে রাখে এবং সেখান থেকে তাকে পাঠানিয়া গোদাস্থ জান্নাত বেকারীর পেছনে গলিতে আটক রাখে।
অপহৃত ইব্রাহিমের মা শামিমা খাতুন মোবাইল ফোনে ১৫ (পনের) লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার বিষয়টি অভিযোগ আকারে কর্ণফুলী থানায় জানান। পুলিশ তাৎক্ষনিক ঘটনার তদন্তে নামে। পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ।
প্রযুক্তির সহায়তা নিয়ে গোয়েন্দা পুলিশ অভিযানে নেমে পড়ে। অভিযানের এক পর্যায়ে ভোররাতে রাতে অপহরণকারীদের গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করে ভিকটিম ইব্রাহিমকে। এ সময় অপহরণকারীদের হেফাজত হতে অত্যাধুনিক ৩টি চাকু উদ্ধার করে পুলিশ।