ডিএমপি নিউজঃ ভিয়েতনামের মধ্যাঞ্চলে রোববার (১৮ অক্টোবর) বড় ধরনের ভূমিধসে পাঁচ সৈন্য প্রাণ হারিয়েছে। নিখোঁজ ১৭ জনের সন্ধানে জোর তৎপরতা চলছে।
ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ওই অঞ্চলে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে অন্তত ৬৪ জন মারা গেছে।
কোয়াং ট্রি প্রদেশের একটি সেনা স্টেশনে ভূমিধস হয়। এতে ২২ সৈন্য চাপা পড়ে। মধ্যরাতের পর থেকে চার কি পাঁচটি ভূমিধস হয়। এ সময় বোমা বিস্ফোরণের মতো শব্দ হয়।
এদিকে এর কয়েকদিন আগে ভূমিধসের কবলে পড়া একটি জলবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের রক্ষা করতে গিয়ে উদ্ধারকারী দলের ১৩ সদস্য প্রাণ হারায়। দুর্যোগপ্রবণ ভিয়েতনামে প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগে অনেক লোক প্রাণ হারায়। গত বছর ১৩০ জনেরও বেশি লোক হয় মারা গেছে।