সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ৪-০ গোলে স্বাগতিক ভুটানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরো । শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। গোল করেছেন সানজিদা, মৌসুমী, কৃষ্ণা ও শামসুন্নাহার।
রবিবার বাংলাদেশ ফাইনাল খেলবে নেপালের বিরুদ্ধে। দিনের প্রথম সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে হিমালয়ের দেশটি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে নিষ্পত্তি হয় প্রথম সেমিফাইনাল।
ভুটানের বিরুদ্ধে দ্বিতীয় মিনিটে সানজিদার দুর্দান্ত গোলে এগিয়ে গেলেও বাংলাদেশ প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। গোল করেন অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী। ৬০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোল বাংলাদেশকে এগিয়ে দেয় ৩-০ গোলে। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ৪-০ করেন শামসুন্নাহার।