সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২৮ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে। অংশ নিচ্ছে দুই গ্রুপে ৬ দেশ। বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে নেপাল ও পকিস্তানের সঙ্গে। ‘এ’ গ্রুপের দল ভারত, ভুটান ও মালদ্বীপ।
দুই দিন আগে শেষ হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রথম পর্ব। বুধবার মেয়েরা যাচ্ছেন ভুটান। এবারের টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। এটি দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে নতুন টুর্নামেন্ট।
প্রথম টুর্নামেন্ট বলে চ্যাম্পিয়ন হওয়ার কথা জোর দিয়ে বলছেন না কোচ কিংবা অধিনায়ক। তবে ফাইনাল খেলতে চান লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।
ঢাকায় শেষ হওয়া অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ১৩ জনই থাকছেন ভুটানগামী দলে। এখানেও মারিয়া, আখি, মনিকা, তহুরা, আনুচিং, আনাই, সাজেদা, শামসুন্নাহার-পরিচিত সব মুখ।তবে বয়সের কারণে অনূর্ধ্ব-১৬ দল থেকে বাদ পড়া কৃষ্ণা, সানজিদা, রত্না, স্বপ্না, মৌসুমিরা যোগ হবেন অনূর্ধ্ব-১৮ দলে।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচ নেপালের বিরুদ্ধে ২ অক্টোবর। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ৫ অক্টোবর। ৭ অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
টুর্নামেন্টের সূচি
২৮ সেপ্টেম্বর : ভারত-ভুটান
২৮ সেপ্টেম্বর : নেপাল-পাকিস্তান
৩০ সেপ্টেম্বর : ভুটান-মালদ্বীপ
৩০ সেপ্টেম্বর : বাংলাদেশ পাকিস্তান
০২ অক্টোবর : মালদ্বীপ-ভারত
০২ অক্টোবর : বাংলাদেশ-নেপাল
০৫ অক্টোবর : সেমিফাইনাল
০৭ অক্টোবর : তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল