ডিএমপি নিউজঃ নিজেকে পুলিশের এসআই হিসেবে ভুয়া পরিচয় দিয়ে একজন নারীকে প্রতারণা পূর্বক বিয়ে ও ফেক ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি এবং মানহানিকর মন্তব্য পোস্টকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম ইউনিট।
গ্রেফতারকৃতের নাম- মোঃ ফাহমিদুল হাসান সোহাগ(৩০)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে অপরাধ কর্মকান্ডে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি সিম কার্ড উদ্ধার করা হয়।
২৮ জানুয়ারি’১৯ দিবাগত রাত ১২.৪৫ টায় শাহজাহানপুর থানাধীন মালিবাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসি ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম।
সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তার ফেসবুক আইডি “আলোহীন প্রদ্বীপ (Babu)” হতে পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারণ করে ফেক ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদীর অশ্লীল ছবি ও মানহানিকর মন্তব্য সম্প্রচার করে সম্মান ক্ষুন্ন করে।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে ২৯ জানুয়ারি’১৯ পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী ওই নারী।
এর সূত্র ধরে সিটিটিসি ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম বেশ কয়েক দিন ধরে পরিচালিত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে উক্ত অপরাধীকে সনাক্তকরে গ্রেফতার করতে সক্ষম হয়।
২৯ জানুয়ারি গ্রেফতারকৃতদেরকে অধিকতর জিজ্ঞাসাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
আরো পড়তে পারেন- অনলাইনে হয়রানির শিকার? সহায়তা নিন ডিএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের