ডিএমপি নিউজ প্রতিবেদক : আজ ০৮ জুলাই ২০১৭ শনিবার ০৮.৪৫ টায় রাজধানীর ক্যাণ্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে সিএনজি তল্লাশীকালে মাদক দ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল-মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও সিএনজি ড্রাইভার জহুরুল ইসলাম। এ সময় তাদের হেফাজত হতে ৪৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি আটক করা হয়।
উল্লেখ্য, ট্রাফিক(নর্থ) বিভাগের ডিউটিরত সার্জেন্ট আব্দুল্লাহিল কবির ইসিবি চত্বরে একটি সিএনজি (যার নং-গাজীপুর-থ-১১-৭৪০৫) থামার নির্দেশ দেন। সিএনজিতে অবস্থানরত যাত্রী সিরাজুল ইসলাম নিজেকে মিরপুর থানার পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। এ সময় সার্জেন্টের সন্দেহ হলে তিনি তাকে পুলিশ আইডি কার্ড দেখাতে বলেন।
সিরাজুল ইসলাম আইডি কার্ড দেখাতে ব্যর্থ হলে সন্দেহ আরো ঘনিভূত হয়। এক পর্যায়ে তিনি উক্ত সিএনজি তল্লাশী করে ৪ কেস আমের ঝুড়ির নীচ থেকে ৪৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ সংক্রান্তে ক্যান্টনমেন্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।