ডিএমপি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের ওয়েবসাইট এন্ড ই-মেইল ক্রাইম টিম গত ৬ এপ্রিল ২০১৯ রাত আট টায় হাজারীবাগ থানা এলাকা হতে এইচএসসি পরীক্ষার একাধিক ছাত্র/ছাত্রীর গ্রেড সিট ও ডকুমেন্টসহ ইমরান খসরু (২৪), মোঃ আহ্সান হাবীব (২৪) ও মোঃ ইমরান হোসেন রাকিব (২৪) দের গ্রেফতার করে।
সাইবার ক্রাইম বিভাগ সূত্রে জানানো হয়, তারা বিভিন্ন ফেক ফেসবুক গ্রুপের মাধ্যমে মিথ্যা পরিচয়ে এসএসসি/দাখিল/এইচএসসি পরীক্ষার্থীদেরকে ভুয়া প্রশ্নসরবরাহ, ফেল সাবজেক্ট সমূহে পাস করিয়ে দিবে এ+/গোল্ডেন এ পাইয়ে দিবে মর্মে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রতারনার করে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।
এই ঘটনায় হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আজ ৭ এপ্রিল, ২০১৯ গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।