আবারও ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগর অঞ্চল। কম্পনের মাত্রা প্রায় ৮ দশমিক ২ বলে জানা গিয়েছে। তবে এই কম্পনের উৎপত্তি ভূপৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় এতে কোনও ক্ষয়ক্ষতি হবে না বলে মনে করছে ইউএসজিস। এমনকি ভূমিকম্পটি খুব গভীরে হওয়ায় এটি কোনও সুনামিরও কারণ হবে না বলে আশ্বস্ত করেছে বিভিন্ন আবহাওয়া দফতর।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ৫৬০ কিলোমিটার গভীরে। যার ফলে ভূপৃষ্ঠে কম্পন কম হয়েছে বলে মনে করছেন ইউএসজিএসের আবহাওয়াবিদরা।
ইউএসজিএসের তরফে জানানো হয়েছে, প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৮ বলে জানানো হয়েছিল, পরে এর মাত্রা ৮ দশমিক ২ বলে জানানো হয়। অনেক গভীরে উৎপত্তি না হলে এই মাত্রার ভূমিকম্প ভীষণ ক্ষয়ক্ষতির কারণ হতো। ভূমিকম্পটির উপকেন্দ্র ফিজির লেভুকা থেকে ২৭০ কিলোমিটার পূর্বে এবং টোঙ্গার নিয়াফু থেকে ৪৪৩ কিলোমিটার পশ্চিমে। ওই এলাকাটি প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ রিং অব ফায়ারে অবস্থিত।