বেশ উচ্চ মাত্রার কম্পন অনুভূত হলো ভূস্বর্গ কাশ্মীরে। আজ, মঙ্গলবার দুপুর ১টা ৩ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা জানা গিয়েছে ৫.২। গান্দো ভালেসার কাছাকাছি এই কম্পন ঘটে। যার জেরে কেঁপে ওঠে ভারত পাকিস্তান ও চীন। ভূমিকম্পের উৎস গান্দো ভালেসা থেকে ১৮ কিলোমিটার দূরে। এই কম্পনে কেঁপে উঠেছে দিল্লি শহরও।
ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, জম্মু এবং কাশ্মীরের দোদা জেলায় মাটির ৩০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎস। এর জেরে উত্তর ভারতের বেশ কিছু অংশ কেঁপে উঠেছে।
ভূকম্পের পরে স্কুলের ছাত্রছাত্রীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। দোকানে থাকা মানুষজন ভয়ে দোকান ফেলে রেখে দৌড়তে থাকেন। গত সপ্তাহেও এ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছিল। তবে তা এদিনের মতো এতটা বেশি নয় বলে স্থানীয় মানুষ একটু বেশি আতঙ্কিত হয়ে পড়েন।–জি নিউজ