ভেনিজুয়েলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শনিবার (৪ মে) সকালে রাজধানী কারাকাসের কাছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহী নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটি রাজধানী কারাকাস থেকে উড্ডয়ন করে পশ্চিম-মধ্যাঞ্চলীয় রাজ্য কোজেদেসের উদ্দেশে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর এটি বিধ্বস্ত হয়।
হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইটবার্তায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক জানান। খবর: দ্য গার্ডিয়ান, ইত্তেফাক