ফ্রান্সের ২৮তম ভেসুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পছন্দে সেরা ছবি নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’।
আট দিনব্যাপী এ আয়োজনে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানে ফারুকীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফারুকী বলেন, ‘নো ল্যান্ডস ম্যান’ আমার জন্য বিশেষ কিছু। এই পুরস্কার তিন মহাদেশে বিস্তৃত আমার পুরো টিমের। সবার জন্য ভালোবাসা। দর্শকদের ছবিটি দেখাতে তর সইছে না। আশা করি, সেটা শিগগিরই হবে।
তৃতীয় বিশ্বের একজন মানুষের অস্তিত্বহীনতার বেদনাই ‘নো ল্যান্ডস ম্যান’র প্রধান অনুষঙ্গ। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। এছাড়াও বাংলাদেশ থেকে আছেন তাহসান, অস্ট্রেলিয়া থেকে মেগান মিশেল, ভারত থেকে ঈশা চোপড়া, বিক্রম কোচার ও কিরণ।
‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রে প্রযোজক হিসেবে যুক্ত আছেন ফরিদুর রেজা সাগর, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, ভারতীয় নওয়াজুদ্দিন সিদ্দিকি ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে ও ছবিতে সংগীত পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজকও এ আর রাহমান। কো-প্রডিউসার হিসেবে আছে বঙ্গবিডি। তথ্যসূত্রঃঅনলাইন