ডিএমপি নিউজঃ জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ধনী রাষ্ট্রগুলোকে অধিক অর্থ সহায়তা দিয়ে অনুন্নত রাষ্ট্রের নাগরিকদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করার আহ্বান জানান। করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই বলেও জানান মেরকেল।
উন্নত রাষ্ট্রগুলোর জোট জি-২০ সম্মেলনে জার্মান চ্যান্সেলর বলেন, করোনা মহামারি ঠেকাতে আরো অনেক কিছুই করতে হবে। এ ক্ষেত্রে জাতিসংঘ, বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ উন্নত দেশগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে।
করোনাভাইরাসের কারণে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে এবারের জি-২০ সম্মেলন। জোটের নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো সম্মেলনের সভাপতিত্ব করছে সৌদি আরব। সম্মেলনে করোনাভাইরাস মোকাবেলার কৌশল ও এ বিষয়ে উন্নত দেশগুলোর ভূমিকাই বেশি গুরুত্ব পেয়েছে।
সম্মেলনে করোনা পরিস্থিতি মোকাবেলায় জি-২০ নেতাদের কাছে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন।