বাংলাদেশ ব্যাংক দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসার সীমা দ্বিগুণ করার ঘোষণা দিয়ে জানিয়েছে যে, শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা না দিয়ে ভ্রমণকারীরা তাদের সঙ্গে পূর্বনির্ধারিত সীমার দ্বিগুণ অর্থ্যাৎ ১০ হাজার মার্কিন ডলার বা তার সমতুল্য বিদেশী মুদ্রা আনতে পারবেন।
এর আগে, শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা ছাড়াই বাংলাদেশ ব্যাংক দেশে ভ্রমণকারীদের সঙ্গে ৫ হাজার ডলার বা তার সমতুল্য বৈদেশিক মুদ্রা আনার অনুমতি দিত।
বাংলাদেশ ব্যাংকের জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ ব্যাংক এই সীমা ৫ হাজার ডলার থেকে বৃদ্ধি করে ১০ হাজার ডলার বা এর সমতুল্য করেছে।’-বাসস