ডিএমপি নিউজ: রাজধানীর উত্তরা ১৩ নং সেক্টর থেকে এক ভয়ঙ্কর মহিলা প্রতারককে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-সাবিয়া সানি ওরফে সাবিয়া ওরফে তানিয়া (২৬)।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়- প্রতারক তানিয়া প্রবাসি ও ব্যবসায়ীদের সাথে বিভিন্ন সময় সখ্যতা গড়ে তোলে নিজেকে কখনো ডাক্তার কখনো নায়িকা হিসেবে পরিচয় দিতো। দীর্ঘদিন পরিচয়ের সূত্রে বিশ্বস্ততা অর্জনের পর প্রবাসি ও ব্যবসায়ীদের বাসায় যেতো। বাসায় অবস্থানকালে কৌশলে পানি খেতে চেয়ে অথবা গল্পের ফাঁকে বাসা থেকে টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্রাদি হাতিয়ে নিয়ে পালিয়ে যেতো। গত ২৯ জুলাই ২০১৮ তারিখে তেজগাঁও থানায় তার বিরুদ্ধে এমন ঘটনায় একটি অভিযোগ করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে তাকে ১৯ অক্টোবর ভোর ৬ টায় উত্তরা ১৩ নং সেক্টর থেকে গ্রেফতার করা হয়।
প্রতারণা ও চুরির অভিযোগে প্রতারক তানিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানা ছাড়াও রাজধানীর মোহাম্মদপুর ও কাফরুল থানায় মামলা রয়েছে।
প্রতারক তানিয়াকে ৫ দিনের রিমান্ড চেয়ে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে তেজগাঁও থানা পুলিশ।