ডিএমপি নিউজ: রাজধানীর মগবাজার এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ইমাম হোসেন।
গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ আজহারুল ইসলাম মুকুল ডিএমপি নিউজকে বলেন, সোমবার (১২ এপ্রিল, ২০২১) সন্ধ্যা ৬.৫০ টায় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডেমরা জোনাল টিম।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।