ডিএমপি নিউজ : রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৪টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আরমান ও মোঃ রফিকুল ইসলাম।
আজ সোমবার সন্ধ্যা ৬:১০টায় হাতিরঝিল থানার মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি চোরাই মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস.এম. হাসান সিদ্দিকী ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কতিপয় ব্যক্তি মগবাজারের ওয়ারলেস রেলগেট এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর সময় আরমান ও রফিকুলকে গ্রেফতার করা হয়। এ সময় ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আরো দুইজন পালিয়ে যায়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা মোটরসাইকেলের কোন বৈধ কাগজ দেখাতে পারেনি। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এই কর্মকর্তা।
উদ্ধারকৃত মোটরসাইকেলের বর্ণনাঃ
১। একটি কালো-লাল রংয়ের ১৫০ সিসির পালসার মোটরসাইকেল, যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্টো-ল ২০-১৪২৮, চেসিস নং- MD2A11CY6HWG93218, ইঞ্জিন নং- DHYWHG96938
২। একটি নীল রংয়ের Yamaha মোটরসাইকেল, যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্টো-হ ১৯-৫৭১৪, চেচিস নং- 1B5300697, ইঞ্জিন ঘষা মাজা ও অস্পষ্ট।
৩। একটি লাল রংয়ের Hero Honda মোটরসাইকেল, যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্টো-হ ৪৫-৯৮৭৪, চেসিস নং- MBLHA1OEYD9D00436, ইঞ্জিন নং- HAO4E5035451
৪। একটি লাল রংয়ের Honda মোটরসাইকেল, যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা-এ ০১-১৫৯৮, চেসিস নং- AHBH100SO4402, ইঞ্জিন নং- HAO4E5035451