ডিএমপি নিউজ: রাজধানীর মতিঝিল থানা এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র গোয়েন্দা দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতরা হল-মোঃ মিজানুর রহমান (২৩) ও নয়ন শেখ (৩০)।
ডিবি সূত্রে জানা যায়, ২৯ জুন, ২০১৯ শনিবার মতিঝিল থানাধীন ফকিরাপুল ইনার সার্কুলার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।
এ সময় তাদের হেফাজত হতে ২৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা রুজু হয়েছে।