রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্যসহ মোট তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ খোরশেদ (২৪), ২। তানজিল হোসেন (১৯) ও একজন কিশোর গ্যাং সদস্য। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি, একটি ছোরা ও একটি শিকল উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ৫:৫০ ঘটিকায় মতিঝিল থানাধীন এজিবি কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ৫:৫০ ঘটিকায় মতিঝিল থানাধীন এজিবি কলোনীস্থ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে হঠাৎ করে কয়েকজন দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে শক্তির মহড়া প্রদর্শন করে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে। মতিঝিল থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে মোঃ খোরশেদ, তানজিল হোসেন ও একজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি, একটি ছোরা ও একটি শিকল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।