ডিএমপি নিউজঃ রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে আট কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- রিনা বেগম ও মোছাঃ সুরাইয়া বেগম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ডিএমপি নিউজকে জানান, ২৬ আগস্ট, ২০২১ (বৃহস্পতিবার) বেলা সাড়ে পাঁচটায় মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর বিপরীত পাশে অভিভাবক ছাউনির সামনে থেকে আট কেজি গাঁজাসহ রিনা বেগম ও সুরাইয়া বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা এসব গাঁজা ঢাকা শহরের বিভিন্ন স্পটে সরবরাহ করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো। মতিঝিল থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।