ডিএমপি নিউজ : রাজধানীর মতিঝিল থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো – মো: জাকির হোসেন, মো: ওসমান মিয়া, আসাদুল ওরফে বিটকেল ও রাজিব। এসময় তাদের হেফাজত থেকে ২টি চাকু, ১টি চাপাতি ও ১টি কাচি জব্দ করা হয়।
বুধবার (২৯ মার্চ ২০২৩ খ্রি.) রাত ৯:৪৫টায় মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান ডিএমপি নিউজকে বলেন, নটরডেম বিশ্ববিদ্যালয় গেটের উত্তর পাশে কতিপয় লোক ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মতিঝিল থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাকির, ওসমান, আসাদুল, সবুজ ও রাজিবকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।