ডিএমপি নিউজঃ রাজধানীর মতিঝিল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি’র চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ০৪ সেপ্টেম্বর, ২০১৮ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মতিঝিল, খিলগাঁও, রামপুরা ও সবুজবাগ থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইনজেকশন ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড এর সম্মিলিত অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।