ডিএমপি নিউজঃ রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ ছাইদুর রহমান সোহেল (৩৬) ও শাকিল উদ্দিন বাবুল (২৯)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকাল ৪:৩৫ টায় ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।