ডিএমপি নিউজ: রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্দুল মাজেদ, কামরুল হাসান ওরফে রিফাত ও শিল্পী। শুক্রবার রাত ৯টায় মতিঝিলের পোস্ট অফিস কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান ডিএমপি নিউজকে জানান, শুক্রবার ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজাসহ মতিঝিলের পোস্ট অফিস কলোনী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২ টি মোবাইলও জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।