মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে বলে গণমাধ্যমে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। গতকাল (বুধবার) দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর ব্যাপারে একটি নিবন্ধ প্রকাশ করেছে। এরপর পেন্টাগনের পক্ষ থেকে সামরিক উপস্থিতি বাড়ানোর কথা অস্বীকার করা হলো।
ওয়াল স্ট্রিট জার্নালের নিবন্ধে বলা হয়েছে, আমেরিকা নতুন করে মধ্যপ্রাচ্যে ১৪ হাজার সেনা পাঠাচ্ছে এবং একই সঙ্গে অন্তত এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের তরফ থেকে হুমকি মোকাবেলার জন্য মার্কিন সরকার এ পদক্ষেপ নিচ্ছে বলে প্রবন্ধে দাবি করা হয়েছে।
নিবন্ধ প্রকাশের পর পেন্টাগনের মুখপাত্র আলিসা ফারাহ এক টুইটার বার্তায় বলেছেন, “ওয়াল স্ট্রিট জার্নালে যে নিবন্ধ প্রকাশ করা হয়েছে তা ভুল। আমেরিকা ইরানকে মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যের ১৪ হাজার সেনা পাঠাচ্ছে না।”
২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে গত বছর আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে প্রচণ্ড উত্তেজনা দেখা দিয়েছে। এরপর থেকে আমেরিকা মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে।-পার্স টুডে।