পাপ মোচনের আশায় নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদে সোমবার (৩ এপ্রিল) শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নান। রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই হাজারো ভক্ত স্নানঘাট এলাকায় ভিড় করেন। রাতেও বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীদের দলে-দলে স্নানঘাট এলাকায় আসতে দেখা যায়।
প্রতিবছর চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে স্নান করতে আসেন দেশ-বিদেশের লাখ-লাখ পুণ্যার্থী। দুইবছর আগে পদদলিত হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যুর পর এবার জঙ্গি হামলা নিয়ে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে কিছুটা শঙ্কা থাকলেও স্নানে তার প্রভাব পড়েনি। ইতোমধ্যে সেখানে বসেছে মেলাও।
হিন্দু ধর্মালম্বীদের তিথি অনুযায়ী, ৩ এপ্রিল বিকেল ৫টা ৪১ মিনিট ৭ সেকেন্ডে মহাষ্টমী স্নানোৎসবের লগ্ন শুরু হয়। লগ্ন শেষ হবে মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল ৩টা ৩২ মিনিট ২৭ সেকেন্ডে।
বাংলাদেশ হিন্দু কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সদস্য রনজিৎ মোদক জানান, এবার ললিত সাধুর ঘাট, অন্নপূর্ণ ঘাট, রাজঘাট, কালীগঞ্জ ঘাট, মা কুঁড়ি সাধুর ঘাট, মহাত্মা গান্ধী ঘাট, বড় দেশ্বরী ঘাট, জয়কালি ঘাট, রক্ষাকালী ঘাট, প্রেম তলা ঘাট, চর শ্রীরাম ঘাট, সাবদি ঘাট, বাসনকালী ও জগৎবন্ধু ঘাটে স্নান করা হচ্ছে।