স্লোয়ানে স্টিফেন্সকে কঠিন লড়াইয়ে পরে পরাজিত করে ডব্লিউটিএ মন্ট্রিয়াল টুর্ণামেন্টের শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিমোনা হালেপ।
ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বারের মত এই টুর্ণামেন্টের শিরোপা জিতলেন রোমানিয়ান তারকা হালেপ। গতকাল ফাইনালে ২ ঘন্টা ৪১ মিনিটের লড়াই শেষে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হালেপ ৭-৬ (৮/৬), ৩-৬, ৬-৪ গেমে যুক্তরাষ্ট্রের স্টিফেন্সকে পরাজিত কলে শিরোপা জয় করেন।
চলতি বছরের শুরুতে রোলা গ্যাঁরোর ফাইনালেও এই দু’জন মুখোমুখি হয়েছিলেন। এটি হালেপের ক্যারিয়ারে ১৮তম শিরোপা। এর আগে ২০১৬ সালে তিনি মন্ট্রিয়ালে শিরোপা জিতেছিলেন।