মরক্কোর উদ্ধার কর্মীরা আজ রবিবার ভূমধ্যসাগর থেকে সাব-সাহারান আফ্রিকা থেকে আগত প্রায় ২০ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে। স্পেনের মেলিলা ছিটমহলের এক মুখপাত্র এএফপিকে একথা জানিয়েছে।
তিনি জানান, স্পেনের একটি টহল নৌযান স্পেন ও মরক্কো দুই দেশের উদ্ধার সংস্থাকে এ ব্যাপারে সতর্ক করে। পরে মরক্কোর জলসীমা থেকে প্রায় ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়।