ডিএমপি নিউজঃ উত্তর আফ্রিকার আরব দেশ মরক্কোর সাথে ইসরাইলের বাণিজ্যিক ভিত্তিতে বিমান চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ জুলাই) প্রায় ১০০ যাত্রী নিয়ে ইসরাইলের বেসরকারি বিমান সংস্থা ইসরএয়ারের একটি বিমান তেলআবিব থেকে মারাক্কাশের দিকে যাত্রার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটের সূচনা হলো।
গত বছর মরক্কো ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক সম্পর্কোন্নয়নের পথ ধরেই চালু হল এই ফ্লাইট। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গতবছর ডিসেম্বরে এক শান্তিচুক্তির মধ্য দিয়ে ইসরায়েল এবং মরক্কোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের অগ্রগতি হয়।
এল আল এবং ইসরাইর উভয়ই রবিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে মারাক্কাশের দিকে প্রথম ফ্লাইট চালু করে। ইসরাইরের ফ্লাইটটি সকাল ৮টা ১৫ মিনিটে ইসরায়েল ছেড়ে যায়। এই ফ্লাইটে ঐতিহ্যবাহী মরোক্কোর পোশাক পরিহিত স্টুয়ার্ড ছিলেন এবং মরোক্কোর খাবার পরিবেশন করা হয়। অন্যদিকে এল আল ফ্লাইটটি সকাল ১১টা ২০ মিনিটে যাত্রা করে। এটি মরোক্কোর পতাকা এবং কার্পেট দিয়ে সাজানো ছিল।
২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়া চতুর্থ আরব দেশ ছিল মরক্কো।
ইসরায়েলের পর্যটনমন্ত্রী বলেছেন, এই রুটে বিমান চলাচল দু’দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য এবং অর্থনৈতিক মহযোগিতা বাড়াতে সহায়ক হবে।