মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে গেল কানাডা জাতীয় জুনিয়র আইস হকি দল৷ বাস ও লরির মুখোমুখি ধাক্কায় ১৪ জন ক্রীড়াবিদর মৃত্যু হয়েছে৷ সাম্প্রতিক সময়ে এত বড় দুর্ঘটনার মুখে আর পড়েনি ক্রীড়া বিশ্ব৷ ফলে আন্তর্জাতিক ক্রীড়ামহল স্তম্ভিত৷ বিবিসি, এপি সহ একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, মৃতের সবাই কানাডার ভবিষ্যৎ তারকা হিসেবে চিহ্নিত হচ্ছিলেন৷
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কানাডা জুড়ে নেমেছে শোকের ছায়া৷ সরকারি টেলিভিশনে জানানো হয়েছে, দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ভিতর থেকে আরও অনেককে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ তাদের অনেকর অবস্থা আশঙ্কাজনক৷ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, দেশের ৩৫ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে৷