ডিএমপি নিউজঃ রাজধানীর মহাখালী থেকে অস্ত্রগুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) স্পেশাল এ্যাকশন গ্রুপ। গ্রেফতারকৃতের নাম-মোহাম্মদ আলী বাবুল ওরফে মোঃ বাবুল মিয়া (৫৭)।
এ সময় তার হেফাজত হতে .২২ বোরের ১টি পিস্তল, ১টি পাকিস্তানী রিভলবার এবং .২২ ও .৩২ বোরের ১২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, ১১ জুন’১৮ সন্ধ্যা ৭.২৫টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত বাবুল মিয়া আগ্নেয়াস্ত্রের বৈধ ডিলার হলেও সে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।