ডিএমপি নিউজ: রাজধানীর বনানী থানার মহাখালী ক্রসিং-এর মসজিদের সামনে কান্নারত দুইটি শিশু ট্রাফিক পুলিশের সহযোগিতায় ফিরে পেল তাদের বাবা-মা।
মঙ্গলবার (০৩ মার্চ, ২০২০) দুপুর ০২.৪৫ টার দিকে সার্জেন্ট মোঃ ইস্রাফিল মিয়া ও সার্জেন্ট আহম্মেদ শরীফ ডিউটি করছিলেন মহাখালী ক্রসিং এ। এমন সময় মহাখালী ক্রসিং এর মসজিদের সামনে অনুমান দুই বছর ও চার বছরের দুটি মেয়ে শিশুকে কাঁদতে দেখেন তারা। তৎক্ষনাত শিশু দুইটিকে মহাখালী ট্রাফিক বক্স-এ নিয়ে আসেন সার্জেন্টদ্বয়। বাচ্চা দুইটি নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারেনা।
পরবর্তী সময়ে বাচ্চা দুইটির মা-বাবাকে খুঁজতে ট্রাফিক পুলিশ মহাখালী এলাকায় ব্যাপকভাবে মাইকিং করে। ২/৩ ঘন্টা পর শিশু দুইটির মা-বাবা পথচারীর মাধ্যমে জানতে পেরে মহাখালী ট্রাফিক বক্সে আসেন । বাচ্চা দুইটিকে তাদের বাবা মাকে বুঝিয়ে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া শিশু সন্তান ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুদের অভিভাবকরা।