ডিএমপি নিউজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (পুরুষ ও নারী) কাবাডি প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (পুরুষ) কাবাডি প্রতিযোগিতার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল কাবাডি দল ৪০-৩৩ পয়েন্টে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ দলকে হারিয়ে জয়ী হয়।
কাবাডি প্রতিযোগিতায় নারীদের খেলায় ফাইনাল ম্যাচে বেগম রোকেয়া কাবাডি দল ৩৬-৩২ পয়েন্টে শহিদ জননী জাহানারা ইমাম কাবাডি দলকে হারিয়ে জয়ী হয়।
প্রতিযোগিতায় বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ দলের মো: মনিরুজ্জামান বেস্ট রেইডার, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল দলের মো: লিটন আলী বেস্ট ক্যাচার এবং বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল দলের আল আমিন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন।
আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং গাজী মোঃ মোজাম্মেল হক বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) বাংলাদেশ পুলিশ ও যুগ্ম সম্পাদক, বাংলাদেশ কাবাডি ফেডারেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (নারী ও পুরুষ) কাবাডি প্রতিযোগিতা ২০২৪ এর চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে কাবাডিকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করে। এটি হচ্ছে গ্রাম বাংলার মাটি ও মানুষের খেলা। ছোটবেলা থেকেই আমরা খেলাটি খেলেছি। শুধু বাংলাদেশেই নয়, উপমহাদেশের বিভিন্ন দেশে এই খেলাটি হয়ে থাকে। আন্তর্জাতিক অঙ্গনেও কাবাডি খেলায় আমাদের সুনাম রয়েছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সুন্দর একটি খেলা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আইজিপি।
সমাপনী অনুষ্ঠানে ডিএমপির কর্মকর্তাবৃন্দ, কাবাডি ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, কাবাডি প্রশিক্ষক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ মার্চ ৬টি দল নিয়ে শুরু হয় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৪’। এর মধ্যে ৩টি পুরুষ দল বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল কাবাডি দল, বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ কাবাডি দল ও
বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কাবাডি দল এবং ৩টি নারী কাবাডি দল বেগম রোকেয়া কাবাডি দল, শহিদ জননী জাহানারা ইমাম ও প্রীতিলতা ওয়াদ্দেদার কাবাডি দল।