ডিএমপি নিউজ : ইসলামিক ফাউন্ডেশন এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলেম-ওলামা মহাসম্মেলন আগামী ০৬ এপ্রিল,২০১৭ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মহাসম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদুন নববীর খতিবগণ সহ সারা বাংলাদেশ থেকে দুই লক্ষাধিক মুসল্লী উপস্থিত থাকবেন।
মহাসম্মেলনে আমন্ত্রিত সকল ব্যক্তিবর্গকে ব্যাগ, ব্রিফকেস, ক্যামেরা, মোবাইল ফোন, ছাতা, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ইত্যাদি সঙ্গে করে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
মহাসম্মেলনটি লাইভ দেখতে চোখ রাখুন বিটিভি’তেঃ-
ইসলামিক ফাউন্ডেশন এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওলামা এবং মাশায়েখ মহাসম্মেলনটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এছাড়াও সময় টিভিসহ অন্যান্য বেসরকারি চ্যানেলগুলোতেও সরাসরি সম্প্রচার করতে পারে।