ডিএমপি নিউজঃ হাইওয়ে পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ২১,৫১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫ কেজি ২৩৭ গ্রাম গাঁজা, ২৩২ বোতল ফেন্সিডিল, ১০২ লিটার চোলাই মদ, ১০ বোতল বিদেশী মদ, ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন, ০১ টি সিএনজি, ০১ টি মোটরসাইকেল ও ০২টি বাইসাইকেল উদ্ধার করা হয় । এ সময় ৫২ জনকে গ্রেফতার করা হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আওতাধীন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সর্বমোট ২১,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ কেজি গাঁজা, ১৭১ বোতল ফেন্সিডিল ও ০১ টি সিএনজি উদ্ধারসহ ২৫ জনকে গ্রেফতার করে।
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের আওতাধীন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৮ কেজি ১৭ গ্রাম গাঁজা, ৫০ লিটার চোলাই মদ, ১০ বোতল বিদেশী মদ, ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধারসহ ০৬ জনকে গ্রেফতার করে।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আওতাধীন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ বোতল ফেন্সিডিল, ৫২ লিটার চোলাই মদ, ০২ টি বাইসাইকেল উদ্ধারসহ ০৬ জনকে গ্রেফতার করে।
হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের আওতাধীন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০৫ কেজি ২২০ গ্রাম গাঁজা, ৪২ বোতল ফেন্সিডিল, ০১ টি মোটরসাইকেল উদ্ধারসহ ১৫ জনকে গ্রেফতার করে।
১৭আগস্ট’১৭ (বৃহস্পতিবার) হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন সময় মহাসড়ক হতে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার ও আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আজ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।